ভাটিয়ারিতে গলফের বল তুলতে গিয়ে পুকুরেই লাশ বল বয়

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) গলফ ক্লাবের ১১ নম্বর হোলের পার্শ্ববর্তী লেক থেকে গলফ ক্লাব কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মোসলেহ উদ্দিন গলফ ক্লাবের অস্থায়ী বল বয় হিসেবে কর্মরত ছিলেন। সে ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার মোহাম্মদ মুসার পুত্র।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, নিহত মোসলেহ উদ্দিন গলফ ক্লাবের বল কুড়াতো। পুকুরে বল পড়লে সে তুলে আনতো। কিন্তু শুক্রবার বিকেলে বল তুলতে পুকুরে নেমে সে আর উঠেনি। পরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তার মৃত্যুর ঘটনায় কোন রহস্য নেই বলে মনে করেন ওসি মো. ফিরোজ। তাই এ ব্যাপারে থানায় ইউডি মামলা হবে বলেও জানান তিনি।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!