চ্যাম্পিয়ন ব্রাইট অ্যাকাডেমির হাতে পুরস্কার তুলে দিলেন সাকিব

মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব-১৫ ক্রিকেট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব-১০০ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি। তাদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

শুক্রবার সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি ৫ উইকেটে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ফাইনালে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্রাইট। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাড় করায় বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সাইমন ২৭ বলে করে ৪৭ রান, মেহরাজ ২৪ বলে করে ৪৯ রান। ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমির সাকিব ৩.৪ ওভার বল করে ৩৪ রান খরচায় ৩টি উইকেট লাভ করে।

ছোট মাঠে ১৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিপক্ষের দুর্বল ফিল্ডিংয়ের সুবাদে পুরো ৪ ওভার হাতে রেখে ৫ উইকেটে জিতে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমি। ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমির পক্ষে উইকেট কিপার-ওপেনার রাফি ২৮ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে।

ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয় রাফি। এছাড়া পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৫৪ রানের পাশাপাশি বল হাতে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ব্রাইট ক্রিকেট অ্যাকাডেমির সাকিব। দু’জনের হাতেই ক্রেস্ট তুলে দেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!