বোয়ালখালীতে ধানের শীষ সুফিয়ানের হাতে

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপনির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিএনপি নেতা আবু সুফিয়ান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুফিয়ানের হাতে মনোনয়নের চিঠি তুলে দেন। সাক্ষাৎকার বোর্ডে দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে অংশগ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, উপনির্বাচনে আগ্রহীদের সাক্ষাৎকার শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সুফিয়ানের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করেছেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর এই আসন থেকে নির্বাচিত সাংসদ মইনউদ্দীন খান বাদল ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে। আগামী ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ আসনে সম্পূর্ণ ইভিএম প্রক্রিয়ায় ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

৯ ডিসেম্বর আওয়ামী লীগ মোছলেম উদ্দিন আহমদের হাতে নৌকার টিকিট তুলে দেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করছেন মোছলেম উদ্দিন আহমদ।

আবু সুফিয়ান একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মরহুম বাদলের সাথে লড়েছেন। আবু সুফিয়ান নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন।

এফএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!