বায়েজিদে রিকশাচালক খুন, আদালতে দায় স্বীকার যুবকের

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে রিকশাচালক খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি মো. মিন্টু (৪০) খুনের স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে।

শনিবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।

আসামি মো. মিন্টু চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার এশিয়াটিক কটনস মিল এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক গোলাম মো. নাসিম হোসেন বলেন, আজ (শনিবার) দুপুরে বিজ্ঞ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি মো. মিন্টু। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে পাওনা ৭ হাজার ৪০০ টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চট্টগ্রাম বায়েজিদ থানার মুরাদনগর এলাকায় ছুরিকাঘাতে খুন হন দিদারুল আলম প্রকাশ রিদোয়ান (৪৯) নামের এক রিকশাচালক। এ ঘটনায় রিদোয়ানের স্ত্রী জহুরা বেগম বাদি হয়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতে অভিযান চালিয়ে মামলার আসামি মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, ১টি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মুআ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!