বায়েজিদে ছয় মামলায় অভিযুক্তসহ গ্রেপ্তার ৮, অস্ত্র-মাদক উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, চার রাউন্ড শর্টগানের কার্তুজ ও এক হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান গনি (মনা), মো. জাহিদ, মো. আব্দুল্লাহ, মো. তারেকুল ইসলাম জয় মো. সোহেল, মো. আরাফাত হোসেন, মো. রুবেল ও মো. রাশেদ।

মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ছয়টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা নগরীতে অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করতো।

ওসি আতাউর রহমান খন্দকার আরো জানান, গ্রেপ্তারকৃত ওসমান গনি মনার নেতৃত্বে এরা সবাই অপরাধ করতো। মনার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ প্রায় অর্ধ-ডজন মামলা রয়েছে। অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!