চান্দগাঁও থেকে চার ছিনতাইকারী আটক

নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ছালাউদ্দিন (২৮) তিনি ফিশারিঘাট এলাকার মো. সেকান্দরের ছেলে, হোসেন (২০) তুলাতুলি এলাকার আবদুর রহমানের ছেলে, হাসান(২০) শাপলা গেইট এলাকার মো. নীল মিয়ার ছেলে ও মহিউদ্দিন (২৫) জামাই বাজার এলাকার আবদুর জলিলের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে নগরের বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে থাকা টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই কাজে জড়িত থাকে এমন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারির বিশেষ অভিযান শুরু করি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাধীন রাহাত্তার পুল এলাকায় অভিযান চালিয়ে তিনটি ছোরা,একটি এন্টিকাটার এবং একটি ব্লেডসহ তাদের আটক করি।

উদ্ধারকৃত মালামালসহ আটক অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এইচটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!