বাসের ‘অতিরিক্ত’ ভাড়া কমাতে মাঠে ম্যাজিস্ট্রেট—২০ হাজার টাকা জরিমানা

ডিজেলের দাম বেড়েছে এই অজুহাতে এখন গণপরিবহন যেন গণভোগান্তির প্রধান মাধ্যম হয়ে ওঠেছে। চালকদের নতুন আইন ‘উঠা-নামা’ দশ টাকায় নাজেহাল হচ্ছে যাত্রীরা।

দিন-রাত সবখানে বাস চালক, কন্ডাক্টর আর যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই আছে। যাত্রীদের এমন অভিযোগে মাঠে নেমেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরেটির (বিআরটিএ) ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৯ নভেম্বর) দিনব্যাপী নগরের বিভিন্ন পয়েন্টে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ১২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা অভিযানে নেতৃত্ব দেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। যারাই বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থ্যা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘মঙ্গলবার বহাদ্দারহাট, মুরাদপুর, টাইহারপাসে অভিযান পরিচালনা করে বাড়তি ভাড়া আদায় ও সড়ক পরিবহন আইনে মোট ১২টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’

একিমিত্র আরো বলেন, ‘যারাই বিনা কারণে যাত্রী হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিআরটিএ মাঠে থাকবে।’

বিএস/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!