বান্দরবানে পাসপোর্ট করাতে এসে ধরা কথিত বাবাসহ রোহিঙ্গা তরুণী

বান্দরবানে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করাতে এসে আটক হয়েছে কথিত বাবাসহ এক রোহিঙ্গা নারী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বান্দরবান পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে দেয় কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা তরুণী জোসনা আক্তার (১৬) ও তার বাবা পরিচয়দানকারী শহীদ আলম (৩২)। শহীদ আলম বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা।

পাসপোর্ট অফিসের বান্দরবান আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘জোসনা আক্তার ও তার বাবা পরিচয়দানকারী শহীদ আলম বান্দরবান পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসলে কর্মচারীদের সন্দেহ হয়। পরে তদন্তে রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘লামা উপজেলার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমকে বাবা পরিচয় দিয়ে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের পর জোসনা আক্তার রোহিঙ্গা হিসেবে প্রমাণিত হয়। পরে তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসে পুলিশে সোপর্দ করা হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!