বাজুস’র অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন লোহাগাড়ায়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লোহাগাড়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি উপজেলার সিটিজেন পার্কে লোহাগাড়া বণিক সমিতির অর্থ সম্পাদক, সাংবাদিক সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজুস লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি সনাতন দেব নাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল কান্তি ধর।

স্বাগত বক্তব্য রাখেন বাজুস লোহাগাড়া শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম মোরশেদুল আলম।

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাজুস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

এতে অতিথি ছিলেন বাজুস চট্টগ্রামের সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক, সহ-সভাপতি সিদুল কান্তি ধর, সহ-সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, খোকন ধর ও সুজিত কুমার ধর।

আরও উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রামের কার্যকরী সদস্য বরুণ হাজারী, লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, বাজুস সাতকানিয়া শাখার সভাপতি শিব প্রসাদ ধর, সাধারণ সম্পাদক রবিউল হাসান, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি লেলিন ধর, সাধারণ সম্পাদক সঞ্জয় ধর।

আরও উপস্থিত ছিলেন বাজুস লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক রনধীর দেব নাথ, অর্থ সম্পাদক স্বপন ধর,সহ অর্থ সম্পাদক সুজন ধর, সাংগঠনিক সম্পাদক লিটন ধর, সহ-সাংগঠনিক সম্পাদক ঝন্টু নাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় হাজারী সানি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু দাশসহ কার্যকারী পরিষদের সদস্য শিপলু নাথ, মোহাম্মদ ওমর ফারুক, ওমর ফারুক, সানু ধর, প্রদীপ দাশ, প্রদীপ নাথ, বাসু ধর, সাবুল নাথ, সৈকত কান্তি নাথ, বাসু ধর, অধর নাথ মহাজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের নির্দেশিত নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। প্রশাসনিক জটিলতা এড়াতে বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে বাজুস তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!