বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার’ এ স্লোগানে রাঙ্গুনিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সোনিয়া সফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রাশেদা বেগম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন, হাসিনা-জামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ পারমিতা বড়ুয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা জসিম উদ্দিন, এওয়াকের কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

পরে মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন ইপসা, নারী উন্নয়ন শক্তি, নারী জাগরণ সমিতি, বিভিন্ন ইউনিয়নের নারী ইউপি সদস্য ও নারী প্রশিক্ষণার্থীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!