বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতির আক্রমণে দেবী রানী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় উপজেলার উত্তর গুয়াপঞ্চক হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলো লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর করলে এলাকার লোকজন তাড়ানোর জন্য বের হয়। এসময় দেবী রানীর ঘরের সামনে হাতির পায়ে পৃষ্ট হয়ে শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়।

দেবী রানী একই এলাকার ডা. অরুন কান্তি দে’র স্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। এ বিষয়ে বন বিভাগের সাথে যোগাযোাগ করা হবে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!