ফেসবুকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বিকৃত যুগল ছবি শেয়ার! রাঙ্গামাটিতে এক সরকারি কর্মচারী আটক

চৌধুরী হারুনুর রশীদ, রাঙ্গামাটি:
সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত যুগল ছবি শেয়ার করায় রাঙ্গামাটিতে এক সরকারি কর্মচারীকে আটক করেছে পুলিশ।

%e2%80%8dahmad

 

 

আটক আহমদ উল্ল্যাহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারী বলে জানা গেছে।

 

 

শুক্রবার বিকাল ৪টার দিকে তার বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ।

 

জানা যায়, বৃহস্পতিবার টাইম লাইনে পোস্টটি শেয়ার করেন আহমদ উল্ল্যাহ। এর পরই তার শেয়ার করা স্ট্যাটাসটি নিয়ে ফেসবুকে তীব্র প্রতিবাদ জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারণ লোক অনেকে।

 

 

 

এ ঘটনায় জেলা যুবলীগ নেতা ঝিনুক ত্রিপুরার দেয়া মামলায় আহমদ উল্ল্যাহকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!