ফেসবুকে নারীর আইডি খুলে অশ্লীল পোস্ট, যুবক গ্রেপ্তার ডবলমুরিংয়ে

পারিবারিক বিরোধের জের ধরে এক নারীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অশ্লীল ও মানহানিকর পোস্ট করার দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট।

গ্রেপ্তার যুবকের নাম আব্দুল মুমিন তুষার (২৪)। তিনি আগ্রাবাদ এলাকার বেপারিপাড়ার মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

শনিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের বেপারিপাড়া এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।

এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দিন বলেন, ‘নগরীর ডবলমুরিং থানা এলাকার এক নারী সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন। তিনি জানান, অজ্ঞাত এক ব্যক্তি তার পরিচিতি, তথ্য ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে অশ্লীল ও আপত্তিকর পোস্ট করছেন। এই ঘটনায় ডবলমুরিং থানায় অজ্ঞাত অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সেলের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হই।’

অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক স্বীকার করেন, ওই নারীর সঙ্গে পারিবারিক বিরোধের জের থেকে তিনি এই কাজ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওই নারী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন মানহানিকর পোস্ট করেন।’

গ্রেপ্তার যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

আরএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!