প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক আলোকিত চট্টগ্রামের অনলাইন সংস্করণে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত ‘অটোরিকশা চালক ফিরোজ এখন মস্ত বড় সাংবাদিক, কাঁধে চাঁদাবাজি মামলাও’— শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দৈনিক বাংলাদেশ সমাচার চট্টগ্রাম প্রতিনিধি মো. ফিরোজ উদ্দিন।

প্রতিবাদে তিনি বলেন, ‘সংবাদে আমাকে জড়িয়ে যেসব অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, আমি যাতে চট্টগ্রামে আত্মমর্যাদা ও সুনামের সাথে পেশাগত কাজ করতে না পারি, সেজন্য আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে।’

প্রতিবাদে আরও বলেন, ‘সংবাদের একটি অংশে আমাকে জড়িয়ে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ডেবারপার এলাকায় মিথ্যা মামলার কারিগর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজির যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার সঙ্গে কোনো চাঁদাবাজ বা এই ধরনের কাজে জড়িত ব্যক্তিদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!