ফিশারিঘাটে প্রশাসনের অভিযানে ৩ মন নিষিদ্ধ মাছ জব্দ

চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে মানব স্বাস্থ্যর জন্য ক্ষতিকর তিনমন নিষিদ্ধ মাছ জব্দ করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ জুলাই) সকালে জেলা প্রশাসনের অভিযানে তিনমন নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর ও ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। অভিযানে সহযোগিতা করেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামে উপ-সহকারী পরিচালক সৈকত শর্মা।

অভিযানে ৪০ কেজি পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি জেলিযুক্ত চিংড়ি আটক করা হয়।

এ সময় আটককৃত মাছগুলো ধব্বংস করা হয়।

উল্লেখ্য, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৮৫ (সংশোধিত) এর ১৭, ১৮ বিধির ৫(১) ধারা অনুযায়ী এ সময় জড়িত থাকা দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ব্যবসায়ীদের জাটকা, জেলিযুক্ত চিংড়ি ও পিরানহা বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।

সিএম/ এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!