নবম ওয়েজ বোর্ডের ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে: তথ্যমন্ত্রী

চারদিনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের ফাইল প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২০ জুলাই) রাতে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে ওয়েজ বোর্ড সংক্রান্ত সভা শেষে এ ফাইল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে।

‘খুব শিগগির ওয়েজ বোর্ডের ঘোষণা আসবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইল যাওয়ার পর সেটা মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন দেয়া হবে।’

এ সময় তিনি সংবাদকর্মীদের সার্বিক কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের চেতনার অালোকে বস্তুনিষ্ঠতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংবাদকর্মীদের ভূমিকা রাখার অাহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী রাঙ্গুনিয়ার উন্নয়ন ও অগ্রগতিতে চট্টগ্রামে কর্মরত রাঙ্গুনিয়ার সাংবাদিকদের লেখনির মাধ্যমে আরো বেশি ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন এবং শহরে নবগঠিত রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্সের অফিস করার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

মত বিনিময়ে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স, চট্টগ্রামের অাহবায়ক আজাদ তালুকদার, সদস্য সচিব আলিউর রহমান, সদস্য রুমু বড়ুয়া, আশরাফ উল্লাহ রুবেল, কাশেম শাহ, সুরেশ দাশ, মোস্তফা ইউসুফ, রনি দত্ত, এম এ হাসেম, আশরাফুন নূর, কাকন উপস্থিত ছিলেন।

আদর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!