প্রচারণা বন্ধ করে কবর খুঁড়তে নামলেন চট্টগ্রামের এক প্রার্থী

টাকা ছাড়াই কবর খুঁড়ে দিচ্ছেন ২৭ বছর ধরে

শুক্রবার ছুটির দিনে বের হয়েছিলেন নির্বাচনী প্রচারণায়। এপাড়া ওপাড়া ঘুরতেই একই গ্রামের এক বৃদ্ধা ফাতেমা বেগমের মৃত্যুর খবরে নেমে পড়েন কবর খননে। কাজ শেষ করে আবার বের হয়ে গেলেন গণসংযোগে। কবর খননের কাজ শেষ করে গ্রামে অন্তত ১০ পাড়ায় গণসংযোগ করেন। ঘরে ঘরে গিয়ে মানুষের খবর নেন।

শামশুল আলম নামে এই ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৮ নং ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বার প্রার্থী।

আগামী ৫ জানুয়ারি সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শামশুল প্রায় ২৭ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খনন করে শেষ বিদায়ের বন্ধু হিসাবে নিজেকে পরিচিত করেছেন।

ভোটের প্রচারণার ব্যস্ততার মধ্যেও কারও মৃত্যু, সৎকার, বিপদ-আপদের খবর পেলেই ছুটে যেন শামশুল। তিনি বলেন, ‘ভোটে প্রার্থী হয়েছি বলেই নয়, সারাজীবন আমি এই কাজ করে যাব। মানুষের শেষ বিদায়ে সহযোগী হওয়ার চেয়ে পূণ্যের কাজ আর কিছু হতে পারে না।’

নিজের গ্রাম ডুমুরিয়া বা আশপাশের গ্রামে কেউ মারা গেলেই শামশুল আলমের ডাক পড়ে। তার ১৮ বছর বয়স থেকে মুরব্বিদের সাথে মিলে খবর খননে তার হাতেখড়ি। সেই থেকে ৪৫ বছরের জীবনে খনন করেছেন শতাধিক খবর।

বিনা পারিশ্রমিকে সেবার মানসিকতায় এই কাজ করেন বলে জানান শামশুল আলম।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!