নারী পর্যটক মারা গেলেন বান্দরবানের নদীতে, ভাই-বোনের খোঁজ মিলছে না

সাঙ্গু নদী‌তে গোসল কর‌তে নেমে বান্দরবা‌নে এক নারী পর্যটক মারা গেছেন। একই সময়ে ওই নদীতে গোসল করতে নামা ভাই ও বোন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৪ ‌ডি‌সেম্বর) দুপু‌র ২টার দিকে বান্দরবানের রোয়াংছ‌ড়ির তারাছা ইউ‌নিয়‌নের বেতছড়ার বাধরা ঝর্ণার পা‌শে নদী‌তে এ ঘটনা ঘ‌টে‌।

মারা যাওয়া পর্যটকের নাম মারিয়া ইসলাম (১৯)। অন্যদিকে নিখোঁজ ভাইবোন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলামের ছেলে আহনাফ আকিব (২২) ও তার বোন আদ‌নিন (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবা‌ন থেকে ১০ পর্যটক নৌকা‌তে ক‌রে সাঙ্গু নদীপথে বেতছড়ায় বেড়া‌তে আসেন। এ সময় তাদের মধ্যে আট জন ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পাশে নদী‌তে গোসল কর‌তে নামলে ওই আট জনই নদীর স্রোতে ভেসে যায়।

স্থানীয়রা বলছেন, সাঁতার না জেনে নদীর পানিতে নামার কারণে এই পর্যটকরা স্রোতের তোড়ে আর সামলে উঠতে পারেননি।

প‌রে স্থানীয়রা ছয় জন‌কে জীবিত উদ্ধার করলেও ভাইবোন নিখোঁজ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এদিকে হাসপাতালে আনার পথে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বান্দরবানের রোয়াংছ‌ড়ির ওসি মো. মান্নান জানান, নিখোঁজ দুই পর্যটককে উদ্ধার কর‌তে পুলিশ, সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!