পেকুয়ায় ভূমি কর পরিশোধ করণ সভা

পেকুয়ায় ভূমি কর পরিশোধ করণ সভা 1পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহের ৬ষ্ট দিনে ভূমি কর পরিশোধ উদ্বূধ করণ সভা অনুষ্টিত হয়েছে।
৬এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় পেকুয়া সদর ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে স্থানীয় ইউপি কার্যালয় চত্বরে জনসচেতনতা মূলক এ সভাটি অনুষ্টিত হয়। পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান এম. বাহাদুর শাহ’র সভাপতিত্বে ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্টিত এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের অফিস সহকারী সামশুল হুদা ছিদ্দিকী, ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহছেনা আক্তার, ইউনিয়ন ভূমি অফিস সহায়ক শাহানা বেগম ও মোঃ নাছির, সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ এম. মাহাবুবুল করিম এমইউপি, মেম্বার সাদ্দাম হোসেন নুরু এমইউপি, মোঃ ইছমাঈল এমইউপি, মোঃ রিদুয়ান এমইউপি প্রমুখ। কর পরিশোধ উদ্বুধ করণ সভা শেষে জন সচেতনতা মূলক বিশাল একটি র‌্যালী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে গত ৫এপ্রিল বুধবার রাজাখালী ইউনিয়নের আবেদনকারী ভূমিহীনদের ফরম যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউএনও মোঃ মাহাবুবউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) ও.সি মোঃ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসার বাবু উত্তম কুমার পাল, একই রেঞ্জ বনবিভাগের বারবাকিয়া ও পাহাড়চাদা বনবিটের অফিসার সাইফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো(ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর কবির, উপজেলা ভূমি অফিস সহকারী সামশুল ইসলাম ছিদ্দিকী, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নূর, স্থানীয় ইউপি সদস্য মোঃ আজমউদ্দিন প্রকাশ আজু মেম্বার, ইউনিয়ন ভূমি তহশিলদার, ইউপি সচিব গোলাম নবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রক্রিয়ার শুভ উদ্বোধনকালে ইউএনও মোঃ মাহাবুবউল করিম বলেন, সরকারের দেশব্যাপী ভূমিহীন পূর্নবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সরেজমিন যাচাই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সবাই সততা, নিষ্টা ও আন্তরিকতা নিয়েই কাজ করবে। এসময় বারবাকিয়া রেঞ্জ বন কর্মকর্তা বাবু উত্তম কুমার পাল সংরক্ষিত বনবিভাগের পিএফ জায়গা জমি কোন অবস্থাতেই যাতে কেউ বন্দোবস্তি হাতিয়ে নিতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!