পেঁয়াজ আমদানিতে প্রত্যাহার করা হলো শুল্ক

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে জনস্বার্থে পেঁয়াজ আমদানিতে সমুদয় শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

এর আগে পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। যেটি মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করে প্রত্যাহার করে নিল সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান, সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করে জনস্বার্থে পেঁয়াজ আমদানিতে আরোপিত সমুদয় শুল্ক প্রত্যাহার করা হলো। এ প্রজ্ঞাপন ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির ওপর আরোপিত পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!