রাস্তা সংস্কার করতে গিয়ে গ্যাসের লাইন কাটা, দুর্ভোগে ২০ হাজার পরিবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাস্তা সংস্কারের কাজ করতে গিয়ে কেজিডিসিএল’র প্রধান গ্যাস পাইপ লাইন কেটে যাওয়ায় ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইপিজেড ও পতেঙ্গার আশপাশ এলাকায় দুপুর থেকে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

ইপিজেড নিউমুরিং এলাকার একাধিক বাসিন্দারা বলেন, ‘দুপুর তিনটার দিকে রান্না করার মাঝপথেই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে চরম বিপাকে পড়েন তারা। এছাড়া ইপিজেড এলাকায় বেশিরভাগ কারখানার শ্রমিক বসবাস করায় বিকেলে কারখানা ছুটি হওয়ার পর তারাও চরম দুর্ভোগে পড়েছেন।

জানা গেছে, প্রায় ৪ ঘন্টা গ্যাস না থাকায় দুর্ভোগে পড়েছেন ইপিজেড, নিউমুরিং ও কলসিদিঘী এলাকার প্রায় ২০ হাজার পরিবার।

এদিকে, আজ সকালে সিটি কর্পোরেশনের রাস্তা সংস্কার করতে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলীতেও গ্যাস পাইপ লাইন কেটে ফেলা হয়। সেখানেও গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ১০ হাজার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (কেজিডিসিএল) আগ্রাবাদ শাখার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা টেকনিশিয়ান মো. নুরুল গণি শাহ বলেন, ‘সিটি কর্পোরেশনের কাজ করতে গিয়ে ইপিজেড এলাকার গ্যাস পাইপ লাইন কেটে ফেলা হয়। খবর পেয়ে সেখানে কাজ চলছে। রাত ১০টা পর্যন্ত সময় লাগতে। একইসঙ্গে সকালে পাহাড়তলী থানা এলাকায় কর্পোরেশনের সংস্কার কাজ করতে গিয়ে গ্যাস পাইপ লাইন কেটে যায়। সেখানেও কাজ চলছে। আশা করি রাতের মধ্যেই গ্যাস চলে আসবে।

মুআ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!