‘পেঁয়াজের দাম বৃদ্ধিতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে’

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করার প্রেক্ষিতে দেশের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মাহবুবুল আলম বলেন, ‘ভারত অতি সম্প্রতি রপ্তানি বন্ধ করেছে। কিন্তু এর পূর্বের আমদানিকৃত পেঁয়াজের মূল্য বৃদ্ধির কোন যুক্তি নেই।’

দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের মজুদ রয়েছে উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন, ‘চীন, মিশর ও মিয়ানমার থেকে জাহাজে করে বিপুল পরিমাণ পেঁয়াজ এসেছে। এ অবস্থায় সংকট হওয়ার কোন যৌক্তিক কারণ নেই। কিন্তু কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে তাতে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে তেমনি সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।

এ প্রেক্ষাপটে দেশের জনগণের কথা বিবেচনা করে পেঁয়াজের দর সহনীয় পর্যায়ে রাখার জন্য চেম্বার সভাপতি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!