পাহাড়তলীর খাজা ফুডে মেয়াদহীন মিষ্টি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর খাজা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে মেয়াদহীন মিষ্টি জাতীয় দ্রব্য পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির নোংরা পরিবেশে দুর্গন্ধও ছড়াচ্ছিল।

এজন্য খাজা ফুড প্রোডাক্টসকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) নগরীর পাহাড়তলী বাজারে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন এবং বেকারি পণ্য উৎপাদন, বিক্রির উদ্দেশ্যে মেয়াদহীন পণ্য সংরক্ষণ করে খাজা ফুড প্রোডাক্টস। তাদের কর্মচারীদের স্বাস্থ্য সনদও ছিল না।

এজন্য প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!