পাহাড়তলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় নাজমা আকতার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে নাজমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বার কোয়ার্টার নূর মোহাম্মদ বিল্ডিংয়ের তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে।

মৃৃত নাজমা আক্তার একই এলাকার গিয়াস উদ্দীনের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্র্রত বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শুক্রবার দুপুরে নাজমা আক্তারের স্বামী ও বাচ্চারা মসজিদ থেকে এসে বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করার পরও সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে নাজমা আক্তারকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দুপুুর ৩টা ২০ মিনিটের দিকে স্বামী গিয়াস উদ্দিন নাজমা আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক নাজমা আক্তারকে মৃত ঘোষণা করেন।’

নাজমা আক্তারের আত্মহত্যার কোন কারণ জানা যায় নি বলে জানান শীলব্রত বড়ুয়া।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজী হননি নাজমা আক্তারের স্বামী গিয়াস উদ্দিন।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!