লক্ষ্য টার্মিনাল/ নতুন ব্রিজে সওজের জায়গা চায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন জায়গায় ট্রাক ও বাস টার্মিনাল নির্মাণ করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য নতুন ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সড়ক ও জনপথ বিভাগের হুকুম দখলকৃত পরিত্যক্ত ৪ দশমিক ২৮ একর খালি জায়গা বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য ব্যবহারের অনুমতি চেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

জানা যায়, জায়গা হস্তান্তরের জন্য সওজের প্রধান প্রকৌশলী বরাবর সম্প্রতি একটি দাপ্তরিকপত্র দিয়েছে চসিক। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন একটি সেবামূূলক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। মহানগরীর সার্বিক উন্নয়নে সিটি করপোরেশনকে জনস্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হয়। শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকাটি একটি জনবহুল স্থান। মহানগরী ছাড়াও ওই স্থানে কক্সবাজার, বান্দরবান, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, সাতকানিয়া ইত্যাদি জেলা ও উপজেলার প্রচুর লোক তাদের বিভিন্ন কাজে চট্টগ্রাম শহরে আগমন করে। তবে ওই এলাকায় প্রতিদিন বিপুুল জনসমাগম হলেও ওই স্থানে কোন আধুনিক বাস-ট্রাক টামিনাল নেই।’

পত্রে বলা হয়, ‘ওই এলাকার যানজট নিরসনকল্পে চট্টগ্রাম সিটি করপোরেশন একটি আধুনিক বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। বর্ণিত স্থানে সিটি করপোরেশনের নিজস্ব কোন জায়গা না থাকায় সড়ক ও জনপথ বিভাগের হুকুম দখলকৃত শাহ আমানত ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশের পরিত্যক্ত জায়গাটি উপযুক্ত বিবেচিত হয়েছে।’

ওই পত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনকে পরিত্যক্ত ৪ দশমিক ২৮ একর খালি জায়গা জনস্বার্থে একটি আধুনিক বাস-ট্র্রাক টার্মিনাল নির্মাণের জন্য হস্তান্তর ও ব্যবহারের অনুমতি প্রদানের জন্য সওজের প্রধান প্রকৌশলীকে অনুরোধ জানিয়েছেন মো. সামসুদ্দোহা।

এ বিষয়ে মো. সামসুদ্দোহা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুটি বাস-ট্রাক টার্মিনাল করার পরিকল্পনা করেছে চসিক। খাগড়াছড়ি ও রাঙ্গামাটির যানবাহনগুলোর জন্য কুলগাঁওয়ে একটা টার্মিনাল করা হবে। আমরা শুনেছি, নতুন ব্রিজ এলাকায় সওজের একটি পরিত্যক্ত জায়গা আছে। সেখানে একটি বাস-ট্র্রাক টার্মিনাল করার পরিকল্পনা রয়েছে আমাদের। জায়গাটি আমরা পেলে কাজটি করতে পারবো। তাই জায়গাটি আমাদের কাছে হস্তান্তর করার জন্য সওজের কাজে অনুরোধ জানিয়েছি।’

এমএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!