পাচারের সময় ৩ ট্রাক সেগুন কাঠ জব্দ হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে পাচারের সময় তিন ট্রাক সেগুন কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা এসব কাঠের মূল্য আনুমানিক তিন লাখ টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলার কাটিরহাট ও ফতেয়াবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

জানা গেছে, হাটহাজারীর উদলিয়া ইউনিয়ন, ফটিকছড়ি ও রাউজানের বিভিন্ন পাহাড় থেকে কাঠ কেটে তা হাটহাজারীর বিভিন্ন ইটভাটা ও ফার্নিচারের দোকানে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফতেয়াবাদ এলাকা থেকে একটি কাঠ ভর্তি ট্রাক ও কাটিরহাট এলাকা থেকে কাঠ ভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়।

সিএম/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!