পতেঙ্গা সৈকতে ৩০০ দোকান গুঁড়িয়ে দিল সিডিএ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের আধা কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে সিডিএর চলাচলের রাস্তার ওপর অবৈধভাবে ছোটবড় দোকান গড়ে তুলেছে। ফলে সি বিচ এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। পর্যটনের পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। সৌন্দর্য্য ফিরিয়ে আনতে আমরা প্রায় ৩০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সিডিএর জায়গা অবৈধ দখলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

জানা যায়, নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে অবৈধভাবে ভাসমান দোকানপাট গড়ে তোলেন পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা মো. ওয়াহিদ মাস্টার। তার মধ্যে ১৫০টি দোকান চলছে তার নেতৃত্বে। অবৈধ দোকান ভাড়া দিয়ে মাসে আয় করছেন হাজার হাজার টাকা।

উচ্ছেদ প্রসঙ্গে মো. ওয়াহিদ মাস্টার বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতে আমার ১৫০টি দোকান রয়েছে। অতীতে আমরা সিডিএর চেয়ারম্যানকে জানিয়েছি এসব জায়গার প্রয়োজন হলে আমরা জায়গা ছেড়ে দেবো। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ আমাদেরকে ৩ মাসের মধ্যে পুর্নবাসন করবে বলে আজ ৩ বছর ধরে ঘোরাচ্ছে। কোনও নোটিশ না দিয়েই রাতে উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে সকালেই উচ্ছেদ। দোকানের মালামাল সরানোর কোনও সুযোগ দেয়নি আমাদের। ৩০০ দোকান উচ্ছেদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত।

এসকেএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!