নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

নিহত রাজমিস্ত্রির নাম মো. মহসিন (৩৫)। তিনি বারৈয়াঢালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহালংগা গ্রামের মৃত মো. আবুল হাসেমের ছেলে। তার দু’টি সন্তান রয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন ওই এলাকার বাসিন্দা জামাল হোসেনের নির্মাণাধীন নতুন ভবনে একতলার ছাদে কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহসিনের ছোট ভাই ওসমান গণি বলেন, ‘আমার ভাইয়ের সাত ও দুই বছর বয়সী দু’টি সন্তান রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!