নারী নির্যাতন ও হত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহবান আসকের

000
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ সকালে নগরের ইপিজেড চত্বরে মানববন্ধন করেছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নারীরা কোন না কোনভাবেই প্রতিনিয়ত নির্যাতনে শিকার হচ্ছে। এসব নির্যাতন, হত্যা ও শিশু হত্যাকারীদের বিরুদ্ধে আমাদেরকে সামাজিক ভাবে স্বোচ্চার হতে হবে।
তনু হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বিচার এবং তদন্তের নামে যাতে নিহত তনুর অসহায় পরিবার বিচারের প্রহসনের শিকার না হয় সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন আসক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট বরকত উল্লাহ্ খান, চট্টগ্রাম জেলা সভাপতি আলী ওসমান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লা, সহকারী পরিচালক মো. হান্নান শেখ, সহ সম্পাদক রাবেয়া আক্তার রানু, মহিলা সম্পাদিক তাসলিমা বেগম, দপ্তর সম্পাদক মো. খোকন, অর্থ সম্পাদক মাছুমা খাতুন, প্রচার সম্পাদক সালমা আক্তার, আওয়ামীলীগ নেতা মো. মিজান, মো. মিলন, আসক সদস্য মো. জসিম, মো. কাসেম, জোছনা প্রমুখ।
রিপোর্ট : আমিনুল হক শাহীন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!