নগরীতে পৃথক দু’টি অগ্নিকান্ড

নগরীতে পৃথক দু’টি অগ্নিকান্ড 1চট্টগ্রাম প্রতিদিন রিপোর্ট: নগরীতে পৃথক দু’টি অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। ২৪ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে ও সকালে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নগরীর আগ্রাবাদস্থ হাজীপাড়ায় ভোর সাড়ে তিনটার দিকে আগুন লেগে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে সকাল পৌনে সাতটার দিকে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ষষ্ঠতলা ভবনের নিচতলার একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী পুড়ে গেছে।
আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পৃথক দু’টি ঘটনায় মোট পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর প্রহল্লাদ সিংহ ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!