চট্টগ্রামে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ২২ লাখ টাকার চেক বিতরণ

শহর সমাজসেবা কার্যালয়-১, ২ ও ৩ এর যৌথ আয়োজনে চট্টগ্রামে ৩০৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ১৮ লাখ ২৩ হাজার ৭০০ টাকা এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৮ হাজার ৩০০ টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে দেবপাহাড় শহর সমাজসেবা কার্যালয়-৩ এ অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া ইয়াসমীন, শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজসেবা অফিসার মুহাম্মদ আবুল কাশেম, শহর সমাজসেবা কার্যালয়-৩ এর সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন ও শহর সমাজসেবা কার্যালয়-১ এর সমাজসেবা অফিসার যোবায়ের আলম।

অনুষ্ঠানে সমাজসেবা অফিসার যোবায়ের আলম বলেন, ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীগণ খুব সুন্দরভাবে ও দক্ষতার সাথে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কাজ করে যাচ্ছে।’

সমাজসেবা অফিসার আশরাফ উদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সমাজসেবা অধিদফতর ব্যাপক কার্য্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতার আজকের এই প্রোগাম।’

সমাজসেবা অফিসার মুহাম্মদ আবুল কাশেম বলেন, ‘সরকার প্রতিবন্ধী এবং বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যে কার্যক্রম হাতে নিয়েছে তা প্রশংসাযোগ্য।’

অনুষ্ঠানে সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া ইয়াসমীন প্রতিবন্ধী শিক্ষার্থীদে উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার, প্রতিবন্ধীদের জন্য সরকার ব্যাপক হারে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সব সময় অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে আছে।’ অনুষ্ঠানে সকল প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীর মঙ্গল কামনা করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!