দুইদিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানল ৯ বছরের শিশু

দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলো ৯ বছরের শিশু রিম্পি।

বুধবার (১৮ মে) বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিম্পি। রিম্পির বাবা আবুল কাশেম প্রবাসে থাকেন। রিম্পির আরও দুই বোন রয়েছে।

এর আগে সোমবার (১৬ মে) সাতকানিয়ার মরফলা বাজার এলাকার আবুল কাশেমের মেয়ে রিম্পি শর্ট সার্কিটের আগুনে দ্বগ্ধ হয়। ঘর থেকে বের হতে না পারায় রিম্পির শরীরে প্রায় ৭৫ শতাংশই আগুনে পুড়ে যায়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়। কিন্তু শরীরে ৭৫ শতাংশ আগুনে পুড়ে যাওয়ায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়।

রিম্পির নানা মো. এরশাদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শাশুড়িকে নিয়ে রিম্পির মা ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলেন। ঘরে একা ছিল রিম্পি। বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘর থেকে হতে না পেরে অগ্নিদ্বগ্ধ হয় রিম্পি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. বাবুল বলেন, ‘আগুনে পোড়া রিম্পির মরদেহ ওয়ার্ড থেকে হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!