৭ কোটি টাকার গম নিয়ে বঙ্গোপসাগরে ডুবল জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমবোঝাই করে যাওয়ার পথে বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’।

বুধবার (১৮ মে) বিকাল জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লারচর এলাকায় ডুবে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

জানা যায়, মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গমবোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে লাইটার জাহাজ এমভি তামিম। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারবেটর ক্যাপ্টেন ফরিদ উদ্দিন বলেন, ‘এমভি তামিম যে স্থানে ডুবেছে সেটি আমার বন্দর সীমানার বাইরে। তবে বন্দরের আউটার থেকে গমবোঝাই করে লাইটারটি যাচ্ছিল। ওই লাইটারে থাকা সব নাবিককে উদ্ধার করা হয়েছে।’

এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।

সমতার কর্মকর্তা জামাল হোসেন বলেন, ‘চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। ফলে জাহাজটি দুর্ঘটনা কবলিত হয়।’

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!