তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যূত, হালদায় মিশে যাওয়ার ঝুঁকি

পদ্মা অয়েলের ডিপো থেকে ফার্নেস অয়েলভর্তি সাতটি ওয়াগন নিয়ে একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে যাত্রার পর সোমবার (২৯ এপ্রিল) বিকাল তিনটায় হাটহাজারীর ১১ মাইল এলাকায় ট্রেনটির তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। ওই তিনটি ওয়াগনে প্রায় ৭৫ টন তেল মজুদ রয়েছে। ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের জন্য ফার্নেস অয়েলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

ট্রেনটি একটি খালের উপর নির্মিত ব্রিজে লাইনচ্যুত হওয়ায় লাইন পেরিয়ে তেল হালদা নদীতে মিশে যাওয়ার আশংকা করছে স্থানীয়রা।

হাটহাজারীর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ওয়াগন থেকে পড়ে যাওয়া তেলগুলো যাতে হালদা নদীতে যেতে না পারে সেজন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!