ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বড়ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-পরিচালক (গণমাধ্যম) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

আবু সালাম আরও বলেন, ‘গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!