টেকনাফে পরিত্যক্ত অবস্থায় মিলল ২ লাখ ৮০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ও সাবরাং ইউনিয়নে অভিযান ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে বাহারছড়ার নোয়াখালী পাড়ার মেরিন ড্রাইভ ও সাবরাংয়ের শাহপীর দ্বীপের নাফনদীর প্যারাবন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযানের সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা দুটি বস্তা ও একটি জেরিকেন ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি ও জেরিকেন থেকে দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া বলেন, ‘ধারণা করছি ইয়াবাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে আনা হয়েছিল। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!