পাহাড় কেটে মাটি বিক্রি, নাইক্ষ্যংছড়িতে ২ ইটভাটাকে জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার আজুখাইয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ইটভাটাগুলোকে জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি।

জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা ও বনের কাঠ পোড়ানোর দায়ে আরেকটি ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, ‘ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!