জয়পুরহাটে দীর্ঘক্ষণ শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

জয়পুরহাট জেলা প্রতিনিধি ঃ
জয়পুরহাটে ঝড়ো হাওয়া সহ দীর্ঘ প্রায় ১০মিনি ধরে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে আম কলা, সব্জি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ১১ মিনিট পর্যন্ত এই শিলা বৃষ্টি হয়। জয়পুরহাট পৌর এলাকা, বম্বু ইউনিয়ন ও আমদই ইউনিয়নে এবং পাঁচবিবি উপজেলার মাঝিনা, নীলতা, কুসুম্বা, বিত্তিগ্রাম, ও মঠপাড়ায় সহ বেশকিছু ওলাকায় এই শিলাবৃষ্টি হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। জয়পুরহাট কৃষি অধিদপ্তরের উপ পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান জানান বুধবারের ওই ঝড়ো হাওয়া শিলাবৃষ্টিতে জয়পুরহাটে আম, কলা, বোরো ধান সহ শাক-সব্জীর ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!