জুনেও দেওয়া যাবে চট্টগ্রাম ওয়াসার পানির বিল, বিলম্ব ফি লাগবে না

চট্টগ্রাম ওয়াসার পানির বিল দেওয়া যাবে আগামী জুনেও। এজন্য কোনো বিলম্ব ফি নেবে না সংস্থাটি। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আগামী জুন পর্যন্ত পানির বিলে বিলম্ব ফি মওকুফের সিদ্ধান্ত নিল চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘চলমান বিধিনিষেধের কারণে গ্রাহকদের বিল পরিশোধে অসুবিধায় পড়তে হচ্ছে। এ কারণে আগামী জুন মাস পর্যন্ত ওয়াসার পানির বিলে বিলম্ব ফি না নেওয়ার জরুরি সিদ্ধান্ত হয়েছে।’

বর্তমানে চট্টগ্রাম ওয়াসার পানির চাহিদা দৈনিক ৪২ কোটি লিটার। এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারছে ৩৬ কোটি লিটার। তবে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ এড়াতে বারবার হাত ধোয়া, গোসল করা এবং কাপড় ধোয়া বেড়ে যাওয়ায় চট্টগ্রামে এখন দিনে সাত কোটি লিটার পানি বেশি ব্যবহার হচ্ছে। এই চাপ মেটাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে দেড় কোটি লিটার পানির উৎপাদন বাড়ানো হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!