জিম্বাবুয়ে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই চট্টগ্রামে

একটি টেস্টের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ আসার কথা ছিলো জিম্বাবুয়ের। নানান জটিলতায় অনিশ্চয়তার মুখেই পড়ে গিয়েছিল এ সফরটি। তবে শেষতক আলোর মুখ দেখছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। যেখানে পাঁচ টি-টোয়েন্টির বদলে খেলা হবে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি, সঙ্গে থাকছে একমাত্র টেস্ট। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে ২০২০ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ছিলো না কোনো ওয়ানডে ম্যাচ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সিরিজের তিনটি ওয়ানডেই রাখা হয়েছে চট্টগ্রামে। আর দুটি টি-টোয়েন্টি ও একমাত্র টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়।

সিরিজের মূল লড়াই শুরুর আগে ১৮ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এ ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিবি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
টেস্ট ২২-২৬ ফেব্রুয়ারি মিরপুর
১ম ওয়ানডে ১ মার্চ চট্টগ্রাম
২য় ওয়ানডে ৩ মার্চ চট্টগ্রাম
৩য় ওয়ানডে ৬ মার্চ চট্টগ্রাম
১ম টি-টোয়েন্টি ৯ মার্চ মিরপুর
২য় টি-টোয়েন্টি ১১ মার্চ মিরপুর

এরপর আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। পুরো পাঁচদিন খেলা হলে যা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

তিনদিন বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ তিনটিই হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ তারিখে। আর সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ফের ঢাকায় ফিরবে দুই দল। ম্যাচ দুইটি হবে ৯ ও ১১ মার্চ। পূর্ণাঙ্গ সফর শেষ করে আগামী ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!