ছয়টার পরও দোকান খোলা, ৪ ব্যবসায়ীকে দণ্ড

লকডাউনে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখার দায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যেটেক ও শিকলবাহা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানে ওয়ালটন, ফুলকলি নুর সুইটস স্টোরসহ চার ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সন্ধ্যা ৬টার পর কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা অমান্য করায় ৪ দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, আমরা জরিমানার পাশাপাশি মাস্ক নিয়ে সচেতনতা বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পথচারীদের পরামর্শ ও সতর্ক করছি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!