ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে পুলিশে দিল জনতা

চট্টগ্রামের রাউজানে ছেলেধরা সন্দেহে রওশন আরা বেগম নামের এক নারীকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে স্বজনদের হাতে তুলে দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ। রওশন আরা চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামের হযরত শাহজাহান (রা.) এর বাড়ির মৃত মো. মিয়ার মেয়ে।

জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন-যাপন করছে।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন হবার কারণে তার দুই সন্তানকে পটিয়ায় একটি শিশু পরিবারে দিয়ে দেন তার স্বজনরা। সন্তানদের খোঁজে তিনি ঘর থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে শনিবার রাত ৯টায় রাউজান পৌর এলাকার বাদল মাস্টার বাড়িতে গেলে তাকে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে ছেলে ধরা সন্দেহে তাকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে স্বজনদের কাছে তুলে দেন পুলিশ। এ সময় রওশনের ভগ্নিপতি রমজান আলী, ভাগ্নে আরিফুল ইসলাম ও ভাবি রুবি আকতার উপস্থিত ছিলেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!