সাকিব আল হাসানকে নগর চাবি দেবে চসিক

৩০ জুলাই এমএ আজিজে সংবর্ধনা

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করায় তাকে বীরোচিত সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটি। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল চারটায় এমএ আজিজ স্টেডিয়ামে এ সংবর্ধনা দেয়া হবে। এ সময় তাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে সম্মান সূচক ‘নগর চাবি’ উপহার দেওয়া হবে।

রোববার (২৭ জুলাই) নগরীর টাইগার পাসে অবস্থিত চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সংবর্ধনা অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করা হচ্ছে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত ফান্ড থেকে।

চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির।
চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির।

মেয়র বলেন, ‘বিশ্বকাপে ঈর্ষণীয় পারফরমেন্স করে সাকিব আল হাসান সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য অবস্থানে তুলে এনেছেন। এই পারফরমেন্সের মধ্য দিয়ে নিজেকে গৌরবান্বিত করার পাশাপাশি তিনি পুরো জাতিকে সম্মানিত করেছেন। অনন্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে এ নগর চাবি উপহার প্রদান করা হবে।’

তিনি আরো বলেন, ‘সাকিব হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্বিতীয় ব্যক্তি যাকে নগর চাবি উপহার দেয়া হচ্ছে। ভারতের সাবেক মহামান্য রাষ্ট্রপতি ড. প্রণব মুখার্জীকে প্রথম এই নগর চাবি উপহার দেয়া হয়েছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই সংবর্ধনা প্রদানে চট্টগ্রামের ক্রিকেটাররা অনুপ্রাণিত হবে। এর মধ্য দিয়ে খেলোয়াড়রা অনুপ্রেরণা অনুভব করবেন বলে আমি বিশ্বাস রাখি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ক্রিকেট কমিটি ভাইস চেয়ারম্যান ও সংবর্ধনা উপ কমিটির আহ্বায়ক চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। এ সময় সিজেকেএস ক্রিকেট কমিটি সম্পাদক আবদুল হান্নান আকবর, আমিনুল ইসলাম, দিদারুল ইসলাম, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান বিপ্লবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিজেকেএস ক্রিকেট কমিটির সহসভাপতি আলী আব্বাস বলেন, ‘এ সংবর্ধনায় সাকিব আল হাসানকে ‘নগর স্মারক চাবি’ তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এর আগে খেলোয়াড়দের মধ্যে শুধু দুই ব্যক্তি এ চাবি পেয়েছিলেন। তারা হলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান ও সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী।’

তিনি আরো বলেন, ‘সিজেকেএস ক্রিকেট কমিটির উদ্যোগে সাকিবের সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ৩০ জুলাই বিকেল চারটায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অত্যন্ত বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সুশৃঙ্খলভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা যাতে স্টেডিয়ামে ঢুকতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নেয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, থাকবে পর্যাপ্ত আর্চওয়ে, মেটাল ডিরেক্টর। দর্শনার্থীদের তল্লাশির মাধ্যমে স্টেডিয়ামে প্রবেশ করানো হবে।’

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!