চান্দগাঁওয়ের ‘গোপন বৈঠক’ থেকে ধরা ২৬ শিবিরকর্মী

চট্টগ্রামে এক ‘গোপন বৈঠক’ থেকে ইসলামী ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীকে ধরেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে ওই নেতাকর্মীদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন— সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো.মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো.নুরুল আলম (২৮), মো.ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো.হাবিবুল ইসলাম (১৯), মো.আব্দুল আহাদ (১৮), মো.আল আমিন (১৯), মো.হোসেন (২২), মো. রিয়াদুল হামিদ, মোঃ গিয়াস উদ্দিন (২২), মো. সাইফুল ইসলাম (২৯), মো.নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২২), মো. ইনজামাম (১৮), মো.জুবায়রুল ইসলাম (১৯) ও মো. জাকারিয়া (২০)।

চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের যে দুটি বাসায় অভিযান চালানো হয়, তার একটির ৮ নম্বর সড়কে ও অন্যটি ১৩ নম্বর সড়কে।

পুলিশ জানিয়েছে, ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে শিবিরের বিভিন্ন দলীয় প্রকাশনাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া শিবির কর্মীরা নাশকতা চালানোর পরিকল্পনা করছিল চান্দগাঁওয়ের ওই দুটি বাসায়।

এ ব্যাপারে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!