চান্দগাঁওয়ে নোমান আল মাহমুদের পক্ষে প্রচারণায় যুবনেতা সোহেল

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে গণসংযোগ করেছেন চান্দগাঁও থানা যুবলীগের সংগঠক মো. সোহেল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে চান্দগাঁও থানা এলাকায় বিশাল মিছিল নিয়ে তিনি এই গণসংযোগ করেন।

স্লোগানের মাধ্যমে আগামী ২৭ এপ্রিল এলাকাবাসীর কাছে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে ভোট চান তারা।

গণসংযোগে চট্টগ্রাম-৮ আসনের আওতাভুক্ত এলাকার উন্নয়নে আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান নেতৃবৃন্দ। সরকারের উন্নয়ন কর্মযজ্ঞ অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই বলেও জানান তারা।

গণসংযোগে উপস্থিত ছিলেন চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল।

আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা সেচ্ছাসেবক লীগের সংগঠক মো. আল হাসান, সাব্বির হোসাইন সাকিব, পাঁচলাইশ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মো. শাকিল, মো. হানিফ, মো. মহিউদ্দীন, মো. আজাদ, মো. সিফাত হোসাইন, মো. হৃদয়, মো. কাইসার, মো. তানভীর।

আরএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!