চাঁদাবাজির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, এলাকায় মিষ্টি বিতরণ

সদ্য বিলুপ্ত হওয়া চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুককে (২৮) চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওমর ফারুক মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী এলাকার মনির আহাম্মদ মুক্তার বাড়ির আবুল কাশেমের ছেলে।

জানা গেছে, ফারুকের বিরুদ্ধে মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের ব্যবসায়ী ফজলুল করিমের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে মিরসরাই থানায় ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

মায়ানী ১৩ নম্বর ইউনিয়ন পরিষদের কবির আহাম্মদ নিজামী বলেন, ফারুক একজন শীর্ষ সন্ত্রাসী। একসময় ছাত্রলীগ করতো। এলাকার একজন ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন।

মিরসরাই থানার ওসি দীনেশ দাশ গুপ্ত বলেন, ফারুকের বিরুদ্ধে মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে ফারুক গ্রেপ্তার হওয়ায় এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ।

মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাপা নয়ন বলেন, এলাকায় ফারুকের বিরুদ্ধে চাঁদার জন্য হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পেতেন না। সর্বশেষ এলাকার এক ব্যবসায়ীর করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুুলিশ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!