চট্টগ্রাম মহানগরীতে ৪১ হাজার স্বাস্থ্যসেবা কার্ড দিবে চসিক

অস্বচ্ছল ও প্রান্তিক নগরবাসীকে বিনামূল্যে সেবা দিবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য মহানগরীতে ‘স্বাস্থ্যসেবা’ কার্ড দেয়ার উদ্যোগ নিয়েছে সেবা সংস্থাটি। প্রাথমিকভাবে ৪১টি ওয়ার্ডে ৪১ হাজার কার্ড দেওয়া হবে। কার্ডধারীরা চসিক পরিচালিত চিকিৎসাকেন্দ্র থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আব্দুচ ছত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মেয়র আ জ নাছির উদ্দীন এসব তথ্য জানান। মেয়র হিসেবে আ জ ম নাছিরের চার বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের অর্জন তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মেয়র আ জ নাছির উদ্দীন কলেন, ‘প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে দেওয়া হবে। কমিটিতে ওয়ার্ড কাউন্সিলর, সমাজসেবক, স্থানীয় উন্নয়ন সংস্থার কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। কমিটির তালিকা অনুযায়ী কার্ড দেওয়া হবে।’

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়ার প্রকল্প নিয়েছিল চসিক। প্রকল্প ব্যয় ধরা হয় তিন কোটি ৩০ লাখ টাকা। প্রাথমিকভাবে ২৭ ওয়ার্ডে ৯ হাজার কার্ড বিতরণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটি আলোর মুখ দেখেনি।

সংবাদ সম্মেলনে মেয়র আরও বলেন, ‘সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে চসিকের স্বাস্থ্য বিভাগের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়েছিল। এর পরের মেয়রের আমলে তা দুর্নামে পরিণত হয়। আমি সুনাম পুনরুদ্ধারে পরিকল্পনা নিই। এতে নগরবাসীর আস্থা তৈরি হয়। ফলে ক্রমেই চসিকের হাসপাতাল ও স্বাস্থকেন্দ্রগুলোতে সেবাগ্রহীতার সংখ্যা বাড়ছে।’

সম্মেলনে গত চার বছরে চসিকের স্বাস্থ্য বিভাগের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

তিনি জানান, চসিক জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস ইউনিট চালু, মেমন মাতৃসদন হাসপাতালেএনআইসিইউ চালু, বস্তির জন্য ডিজিটাল মোবাইল স্বাস্থ্যসেবা ইউনিট, সিনিয়র সিটিজেনদের পুনর্বাসনে ওল্ড এজ হোম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

চসিকের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিছার আহমদ মনজু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লকব, শৈবাল দাশ সুমন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী প্রমুখ।

এমএ/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!