চন্দনাইশে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পটিয়ার হামিদের, গুরুতর আহত আরও ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

চট্টগ্রামের চন্দনাইশে ইটভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আবদুল হামিদ (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন সাথে থাকা মোটরসাইকেল আরোহী মো. তারেক (২৮) নামে আরও একজন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

শনিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার জোয়ারা বদুর পাড়া রাস্তার মাথায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হামিদ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের শেখ পাড়ার আবদুল ছত্তারের ছেলে। আহত তারেকও একই এলাকার আলী আহমদের ছেলে বলে জানা গেছে।

নিহতের চাচা অ্যাডভোকেট মহিউদ্দিন মুহিন জানান, মোটরসাইকেল চালিয়ে হামিদ তার চাচাতো ভাই তারেককে সঙ্গে নিয়ে পটিয়ায় ফিরছিলো। পথিমধ্যে চন্দনাইশের বদুর পাড়া এলাকায় ইটের ডাম্পারের ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাদের অবস্থা গুরতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চট্টগ্রামে নেওয়ার পথে আবদুল হামিদের মৃত্যু হয়। আহত তারেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধী আছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, চন্দনাইশে দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে আবদুল হামিদ নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। সাথে অপর আরোহী তারেককে গুরুতর আহত অবস্থায় নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল হামিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!