চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯তম ব্যাচ বিশেষ সুবিধা পাবে এপিক হেলথ কেয়ারে

বন্দরনগরীর একমাত্র আইএসও: ১৫১৮৯ এক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩৯তম ব্যাচ।

৩৯ তম ব্যাচের প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম ব্যুরো চিফ রাশেদ এইচ চৌধুরী এবং এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর সেলস এন্ড মার্কেটিং টিএম হান্নান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯তম ব্যাচের পক্ষে সাধারণ সম্পাদক ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, সহ-সভাপতি মিডল্যান্ড ব্যাংকের এভিপি এবং ব্রাঞ্চ ম্যানেজার আবু মোহাম্মদ তৌসিফ রেজা, কোষাধ্যক্ষ ও ব্যাংক এশিয়া লিমিটেডের এফএভিপিও মো. অহিদুল আলম সুমন ইফতেখার, প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী আশরাফ ফয়েজ জুয়েল।

এপিকের পক্ষে এতে উপস্থিত ছিলেন ডিরেক্টর বিজনেস ডেভেলাপমেন্ট জসিম উদ্দিন, এজিএম সেলস এন্ড মার্কেটিং আমিরুল ইসলাম, কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ম্যানেজার জহির রায়হান ও অ্যাসিস্টেন্ট ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ৩৯ ব্যাচ পরিবার এপিক হেলথ কেয়ারের সকল সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!