চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর থেকে

করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। তবে কিভাবে পাঠদান হবে তা এখনো নির্ধারিত হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, ডিনস কমিটির মিটিংয়ে অনলাইনে ক্লাস চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। তবে কিভাবে অনলাইনে ক্লাস হবে তা এখনও নির্ধারিত হয়নি। এ বিষয়ে বিভাগীয় সভাপতিরা সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল টেকনিক্যাল বিষয়ে সহযোগিতা করবে। এমন প্রসেস করা হবে যাতে কেউ ক্লাস মিস করলে পরে তা ডাউনলোড করে পড়ে নিতে পারে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহরের চবি চারুকলা ইনস্টিটিউটে ডিনস্ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এতে অনলাইনে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিংঅনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!